পাটকেলঘাটার খলিষখালীতে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা: আটক- ১

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২২ | আপডেট: ১২:০৩:পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২২
পাটকেলঘাটা থানা পুলিশের হাতে আটক যুবক শান্ত সরদার।
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার খলিষখালীতে এক পোল্ট্রি ব্যবসায়ীর দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে একদল দূর্বৃত্ত। এ ঘটনায় জনতার সহায়তায় এক যুবককে  আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নাম শান্ত সরদার। সে খলিষখালী গ্রামের কাশেম সরদারের ছেলে।
 
 
বুধবার রাতে পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের মঙ্গলানন্দকাটি গ্রামে ঘটনাটি ঘটে।
 
 
ভুক্তভোগী ব্যবসায়ী মাহাবুর রহমান জানান, বুধবার রাত ৯টার দিকে দোকান থেকে দেড় লক্ষ টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি । পথিমধ্যে মঙ্গলানন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে একদল যুবকের পথরোধ করে তাকে বাশের লাঠি ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে।
 
 
এসময় তার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে  পালিয়ে যায় ওই দূর্বৃত্তরা । এসময় শান্ত নামে এক যুবকে আটক করে পুলিশের কাছে সেপার্দ করে এলাকাবাসী । পরবর্তীতে  প্রাথমিক চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকালে এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করেন তিনি ।
 
 
খলিষখালী ক্যাম্প ইনচার্জ নুর হোসেন খান জানান, ছিনতাইয়ের অভিযোগে শান্ত সরদার সহ ৬জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন ব্যবসায়ী মাহাবুর রহমান। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।
 
 
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় ছিনতাইয়ের ঘটনাটি নিশ্চিত করেছেন।
 
 
কিশোর কুমার/ডেক্স 

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স