পাইকগাছার দেলুটী ৩নং ওয়ার্ডের উপ-নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯ | আপডেট: ৯:২৯:অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:
পাইকগাছার দেলুটী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য উপ-নির্বাচনে ২জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। দেলুটী ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, ইউপি সদস্য দীপক কুমার মন্ডল গত ১৯ মে সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করলে ইউপি সদস্যের পদটি শূন্য ঘোষণা করা হয়। পরে শূন্য পদে নির্বাচন কমিশন থেকে গত ১৯ জুন নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ৩০ জুন মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে ইউনিয়নের রাধানগর গ্রামের রসময় বিশ্বাসের ছেলে বিদ্যুৎ কুমার বিশ্বাস ও একই এলাকার বিভূতি বিশ্বাসের ছেলে চম্পক বিশ্বাস সহ ২ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। ২ জুলাই যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন আহমেদ ২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ৯ জুলাই প্রত্যাহার এবং ২৫ জুলাই নির্বাচনী তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচনী কর্মকর্তার তথ্য অনুযায়ী অত্র ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ হাজার ১শ’ ৪৫জন। যার মধ্যে পুরুষ ৫শ’৮২ ও মহিলা ৫শ’৬৩ জন।

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক