পাইকগাছা শিক্ষা অফিসে দুই প্রধান শিক্ষকের মধ্যে মারপিট

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯ | আপডেট: ১০:৫৩:অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছা উপজেলা শিক্ষা অফিসে রেশারেশিকে কেন্দ্র করে দুই প্রধান শিক্ষকের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’শিক্ষক একের অপরের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায় ও রেজাকপুর কাশিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম মিজানুর রহমানের মারপিটের এ ঘটনা ঘটে। প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায় জানান, ইউএনও অফিস থেকে প্রয়োজনীয় কাজ সেরে উপজেলা শিক্ষা অফিসে যাই। সেখানে বসে থাকা জিএম মিজানুর রহমান আমাকে দেখে ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে বেধড়ক মারপিট করে। অপরদিকে, শিক্ষক মিজানুর রহমান জানান, স্কুলের প্রয়োজনীয় কাজে উপজেলা শিক্ষা অফিসে অবস্থান করছিলাম। হঠাৎ রবীন্দ্রনাথ সহ কয়েকজন শিক্ষক দলবদ্ধ হয়ে অফিসে শোডাউন দিচ্ছিল। তখন আমি তাদেরকে বলি আপনারা ঘুরে বেড়াচ্ছেন কেন? এ কথা বলায় রবীন্দ্র নাথ আমার উপর চড়াও হয়ে জামার কলার ধরে টেনে হিচড়ে ছিঁড়ে দেয় এবং আমার জন্ম নিয়ে কথা বলে। এরপর আমি তাকে একটা ঘুষি মারি। শিক্ষকদের এহেন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতনমহল।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক