পাইকগাছা পৌর সদরের দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯ | আপডেট: ১১:২১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯

প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছা পৌর সদরের দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। গত দুই রাতে চোরেরা দুই বাড়ি থেকে ৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, সংঘবদ্ধ চোরেরা মঙ্গরবার গভীর রাতে পৌরসভার ৯নং বাতিখালী গ্রামের শেখ আব্দুস সোবহানের ছেলে শেখ কামরুল হুদা শিমুলের বসত বাড়ীতে প্রবেশ করে আলমারীতে রাখা সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। এর আগে সোমবার রাতে গ্রীলের তালা ভেঙ্গে ৪নং ওয়ার্ডের সরল গ্রামের মৃত ডাঃ জিএম শওকত হোসেনের ছেলে জিএম সাজ্জাদ হোসেনের বসত বাড়ী থেকে দেড় লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। পরপর এ দুটি ঘটনার পর এলাকার সাধারণ মানুষ চুরি আতংকে রয়েছে। পৃথক ২টি ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। চুরির বিষয়টি খতিয়ে দেখছেন বলে ওসি এমদাদুল হক শেখ জানান।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক