পাইকগাছা উপ-স্বাস্থ্য কেন্দ্রের নিরাপদ খাবার পানি ও স্বাস্থ্য সম্মত ল্যাট্রিনের উদ্বোধন

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯ | আপডেট: ৯:২২:অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছা উপ-স্বাস্থ্য কেন্দ্রের নব-নির্মিত নিরাপদ খাবার পানি, হাত ধোয়ার ব্যবস্থা ও স্বাস্থ্য-সম্মত ল্যাট্রিনের উদ্বোধন করেছেন খুলনার সিভিল সার্জন ডাঃ এএসএম আব্দুর রাজ্জাক। তিনি বুধবার সকালে ফলক উন্মোচন করার মাধ্যমে এটি উদ্বোধন করেন। পাইকগাছা পৌরসভা, নবলোক, ওয়াটার এইড বাংলাদেশ ও এইচএসবিসি-এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি সাপোর্ট কমিটি এটি বাস্তবায়ন করে। উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার, মেডিকেল কর্মকর্তা ডাঃ সুজন কুমার সরকার, প্রাক্তন সহকারী অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম, নবলোক ইসিআর ওয়াশ প্রকল্পের ব্যবস্থাপক মঈন উদ্দীন শেখ, নবলোকের টেকনিক্যাল অফিসার আইয়ুব আলী ও ট্রেনিং কর্মকর্তা পপি আক্তার। সিভিল সার্জন আব্দুর রাজ্জাক বলেন, সরকারের পাশাপাশি স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বেসরকারি পর্যায়ে নবলোক ও কমিউনিটি সাপোর্ট কমিটি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিরাপদ পানি নিশ্চিতসহ যে উন্নয়নমূলক কাজ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি এভাবে সম্মিলিতভাবে স্বাস্থ্যসেবার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করে যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক