পাইকগাছা আইনজীবী সমিতির ২০২০ সালের বাজেট সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ | আপডেট: ১১:৩৯:অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছা আইনজীবী সমিতির ২০২০ সালের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আইনজীবী সমিতি মিলনায়তনে সমিতির সভাপতি এ্যাডঃ জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন নূর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী টিএম মহিউদ্দীন, শেখ লোকমান হোসেন, কিশোরী মোহন মন্ডল, পিযুষ কান্তি সরকার, অরুণ কুমার মন্ডল, অজিত কুমার মন্ডল, প্রশান্ত কুমার মন্ডল, আব্দুল কাদির, পরিমল চন্দ্র সরকার, প্রধীশ কুমার হালদার, আব্দুল মজিদ গাজী, কামরুল ইসলাম, এসএমএবি সিদ্দিক, আব্দুল মালেক, আমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, শেখ আব্দুর রশিদ ও মুজিবর রহমান। সভায় ২০২০ সালে সমিতির ২৫ লাখ ১৫ হাজার ৫১৩ টাকা প্রকৃত ও প্রস্তাবিত আয় এবং ৪৭ লাখ ৯২ হাজার প্রকৃত ও প্রস্তাবিত ব্যয় দেখানো হয়। সভায় সড়ক দূর্ঘটনায় আহত কয়রা আদালতের প্রসেস সার্ভের শাহ আলমের চিকিৎসার সাহায্যার্থে সমিতির পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক