পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষমাত্রা

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯ | আপডেট: ৮:৫৫:অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:
পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২২ জুন শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২৪১টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৮শ’ ৫০ এবং ১২-৫৯ মাস বয়সী ২২ হাজার ৮শ’ ৫০টি শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে বলে জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএসএম মারুফ হাসান। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় সভাপতির বক্তব্যে এমন তথ্য তুলে ধরেন ডাঃ মারুফ হাসান। অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, মেডিকেল কর্মকর্তা ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ ইমতিয়াজ আহম্মেদ, ডাঃ সৈয়দ সামিউল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক আমিনুল হক ও নুর আলী মোড়ল।

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক