পাইকগাছায় ১৭৩ তম বিশ্ব এনেসথেসিয়া দিবস পালিত

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯ | আপডেট: ১০:৩০:অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ১৭৩ তম বিশ্ব এনেসথেসিয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অবঃ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন, মেডিকেল কর্মকর্তা ডাঃ সাফিকুল ইসলাম শিকদার, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, ডাঃ সৈয়দ সামিউল হোসেন, ডাঃ ইমতিয়াজ আহমেদ, ডাঃ দিদার এ-ইলাহী ইমু, ডাঃ আব্দুল মজিদ। ক্যাশিয়ার নার্গিস বানুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, ক্লিনিক প্রতিনিধি কিশোর কুমার দাশ, অপুর্ব বিশ্বাস, গৌতম সরকার, তাপস সাধু, কমলেস কুমার, সুকুমার মন্ডল, মোঃ তারেক, মোঃ শাহাজান বাদশা, হাসপাতালের মেডিকেল সহকারী, নার্স, ফার্মাসিষ্টসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক