পাইকগাছায় হাইজিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯ | আপডেট: ৮:৪০:পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ওয়াশ সেবার মান উন্নয়নে হাইজিন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে লোনা পানি মৎস গবেষনা কেন্দ্রের অডিটরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা করমকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, ওয়াটার এইড বাংলাদেশ এর হেলথ এ্যাডভাইজার ডাঃ নূরুল্লাহ আওয়াল ও সুমন কুমার সাহা। কমিউনিটি সাপোর্ট কমিটির তত্তাবধানে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মঈনউদ্দিন সেখ, প্রকল্প ইঞ্জিনিয়ার আয়ুব আলী ও হাইজিন প্রমোশন এন্ড ট্রেনিং কর্মকর্তা পপি আক্তার। কর্মশালায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের স্বাস্থ্য কর্মীবৃন্দ অংশগ্রহন করেন। কর্মশালায় নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত পায়খানা ও হাইজিন বিষয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বস্তরে নিশ্চিতকরণসহ ওয়াশ সেবার মান বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক