পাইকগাছায় হাঁটার সাথী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯ | আপডেট: ৮:৩৩:অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছার স্বাস্থ্য সচেতনতামূলক হাঁটার সাথী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ও হাঁটার র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আদালত চত্বরে সংগঠনের সভাপতি মোশাররফ আলম খান বাচ্চু’র সভাপতিত্বে “গাছ লাগান পরিবেশ বাঁচান, নিয়মিত হাঁটুন, সুস্থ্য থাকুন” প্রতিপাদ্য বিষয়ের উপর আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না। অনুষ্ঠানে অতিথি বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও আদালত চত্বরে রোপন করেন। এরপর এক বর্ণাঢ্য হাঁটার র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউএনও জুলিয়া সুকায়না ও সংগঠনের নেতৃবৃন্দ পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ ও রোজ বাড কিন্ডার গার্টেন স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেন। পৃথক কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার রেজায়েত আলী, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জহুরুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, অধ্যাপক আমান উল্লাহ আমান, আব্দুর রাজ্জাক বুলি, প্রভাষক ময়নুল ইসলাম, প্রাক্তন সহকারী অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, হাঁটার সাথী সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সভাপতি সামছুল আরেফিন লাকি, ওয়ালটনের ম্যানেজার অমিত সাহা, প্যানেল মেয়র আসমা আহমেদ, কাউন্সিলর কাজী নিয়ামুল হুদা কামাল, এসএম তৈয়েবুর রহমান, অনিতা রানী মন্ডল, মমতাজ পারভীন মিনু, অপর্ণ সাহা, এমএম আজিজুল হাকিম, স ম আব্দুর রব, ইমান আলী মাস্টার, উত্তম সাধু, মনোহর চন্দ্র সানা, আলহাজ্ব মনিরুজ্জামান মনি, আলহাজ্ব সাজ্জাত আলী সরদার, মোঃ আব্দুল গফফার মোড়ল, জিএম শুকুরুজ্জামান, শফিয়ার রহমান, মনালিসা, রূপালী সরদার, শেখ ইব্রাহীম, শেখ আবুল কালাম আজাদ, কাজী হেদায়েত আলী ও সাইফুল ইসলাম সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক