পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় আহত-৪

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯ | আপডেট: ৯:৩৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯

প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় শুক্রবার সকাল ১০ টার দিকে এক সড়ক দূর্ঘটনা ঘটেছে। এসময় ইমরান গোলদার (৩৫), রায়হান গোলদার (১৮), নুর ইসলাম গোলদার (৬০) ও আব্দুল খালেক মোল্লা (৫২) গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে মামুদকাটি দক্ষিণ সলুয়া জামে মসজিদের সামনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ঘটনারদিন শুক্রবার পাশ্ববর্তী কয়রা উপজেলার উত্তর বেদকাশী গ্রামের খালেক মোল্লা সাহাপুর হাট থেকে দু’টি গরু কিনে একটি আলম সাধু ভাড়া করে বাড়ীর উদ্দ্যেশে রওনা হয়। এরপর পথিমধ্যে খুলনা-পাইকগাছা মেইন সড়কের মামুদকাটি দক্ষিণ সলুয়া জামে মসজিদ নামক স্থানে আসলে একই দিক থেকে যাওয়ার সময় একটি বালু ভর্তি (যশোর-ট ১১-৪৮১২) ট্রাককে অভারটেক করতে গেলে ট্রাকটি খাদে পড়ে চালক নিয়ন্ত্রন হারিয়ে আলম সাধুতে ধাক্কা দেয়। এসময় ধাক্কা খেযে আলম সাধু পাল্টি দিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। একপর্যায় আলম সাধুর চালক ইমরান গোলদার ,রায়হান গোলদার, নুর ইসলাম গোলদার ও আব্দুল খালেক মোল্লা গুরুতর রক্তাক্ত জখম হয়। সাথে সাথে পথচারীরা আহতদের উদ্ধার করে কপিলমুনি বাজারের আমেনা ক্লিনিকে ভর্তি করে। এরপর সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাদেরকে অন্যত্র রির্ফাড করা হয়েছে। আহতদের মধ্যে খালেক মোল্লার অবস্থা আশংকাজনক বলে স্থানীয় চিকিৎসক জানান। এদিকে আলম সাধুতে থাকা একটি গরু ঘটনাস্থলে মারা যায়। তাৎক্ষণিক খবর পেয়ে থানা পুলিশের এস আই নাজমুল ইসলাম ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগীতায় ঘাতক ট্রাকটি আটক করেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক