পাইকগাছায় সাবেক ইউপি সদস্য দম্পতিসহ পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০ | আপডেট: ৮:৪৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

পাইকগাছায় জমি-জায়গার বিরোধে প্রতিপক্ষরা সাবেক ইউপি সদস্য দম্পতিসহ একই পরিবারের ৩ জনকে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্মক জখম করেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার চেঁচুয়া গ্রামে। রোববার থানায় এজহার দাখিল হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উপজেলার চেঁচুয়া গ্রামের মৃত মুজিবার মোড়লের ছেলে সাবেক ইউপি সদস্য আকতারুজ্জামান খোকনদের সাথে প্রতিবেশী আসির উদ্দীন শেখদের জমি-জায়গা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। যার জের ধরে প্রতিপক্ষ আছির উদ্দীনরা দা, কুড়াল, রড় ও লাঠি নিয়ে খোকনদের বাড়ীতে যায়। এ সময় সাবেক ইউপি সদস্য খোকন ও তার পরিবার ইট সরাচ্ছিল।

কোন কিছু বুঝে উঠার আগেই ফিরোজ শেখ, খোকনের মাথায় দা দিয়ে কোপ মারলে সে মাটিতে পড়ে যায়। স্ত্রী জেসমিন আক্তার ও তার ছোট ভাইয়ের স্ত্রী ফাতেমা জামান তাকে ঠেকাতে গেলে তাদের মাথায় একই ভাবে কুপিয়ে জখম করে আহত করেছে বলে খোকনের ভাই শহীদুজ্জামান ও প্রতিবেশি ফরিদ মোড়লসহ একাধিক ব্যক্তি জানিয়েছেন। তাদের প্রত্যেকের অবস্থা আশংকাজনক। এব্যাপারে শহিদুজ্জামান বাদী হয়ে ১১ জনের নামে পাইকগাছা থানায় মামলা করেছে। ওসি এজাজ শফী জানিয়েছেন, এজাহার দাখিল হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা