পাইকগাছায় মাসিক আইন শৃংখলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯ | আপডেট: ৯:১০:অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা (খুলনা):
পাইকগাছা উপজেলা আইন শৃংখলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জুলিয়া সুকায়না ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, ওসি এমদাদুল হক শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, জোয়াদুর রসুল বাবু, আব্দুল মজিদ গোলদার, চিত্তরঞ্জন মন্ডল, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, কৃষি কর্মকর্তা এএইচএম জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রকৌশলী আবু সাঈদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলী নূর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতীম, আমিনুল ইসলাম, জয়া রানী রায়, আলতাফ হোসেন মুকুল, ফরিদ উদ্দীন ও প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন। সভায় বাদ পড়া জেলেদের নিবন্ধন ও আইডি কার্ড বিতরণ, পৌর অভ্যন্তরে লবণ পানি উত্তলন বন্ধ, চিংড়ি ঘেরের কারণে ক্ষতিগ্রস্থ রাস্তা তালিকা প্রণয়ন ও মেরামত, শতভাগ প্রতিবন্ধীদের ভাতার আওতায় আনা, সরকারি সম্পত্তি ও নদী জবর দখল সংক্রান্ত সহ গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়া সভায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চ নির্মাণ করায় ধন্যবাদ এবং এমপি বাবু’র মায়ের মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক