পাইকগাছায় বিজ্ঞানী পিসি রায়ের ১৫৮ তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৯ | আপডেট: ১০:১৫:অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
বিজ্ঞানী পিসি রায় অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। তিনি একাধারে শিল্পপতি, রসায়নবিদ, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, রাজনীতিবিদ ও সমবায় আন্দোলনের পুরোধা ছিলেন। এমপি বাবু বলেন, যে জাতি জ্ঞানীর মূল্যায়ন করে না, সে জাতি কখনো উন্নত হতে পারে না। বিজ্ঞানী পিসি রায় অসম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন উল্লেখ করে তিনি বলেন, চিরকুমার এ বিজ্ঞানী জীবনের অর্জিত সকল সম্পত্তি মানবকল্যাণে দান করে গেছেন। এ জন্য তিনি দেড়’শ বছর পরও অমর হয়ে রয়েছেন। গুণী এ বিজ্ঞানী শুধু পাইকগাছা নয়, গোটা দেশের গর্ব। তার জীবন ও আদর্শ ভবিষ্যত প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বিজ্ঞানীর জীবন আদর্শ সম্পর্কে বেশি বেশি জানতে হবে। এ জন্য তিনি তরুণ প্রজন্মের শিক্ষার্থীদেরকে বিজ্ঞানীর জীবন সম্পর্কিত বই বেশি বেশি পড়ার জন্য আহ্বান জানান। অন্যান্য গুণীব্যক্তিদের ন্যায় বিজ্ঞানী পিসি রায়েরও স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণ করা হবে। তিনি আরো বলেন, আমি মানুষের সেবা ও এলাকার উন্নয়ন করার জন্য এমপি হয়েছি। সরকারিভাবে যে বরাদ্দ পাইবো তার সবটুকুই এলাকা ও এলাকার মানুষের জন্য ব্যয় করা হবে। সরকারি একটি পয়সাও আমার সন্তান ও পরিবার পাইবে না। সবকিছুই করা হবে নির্বাচনী এলাকার মানুষের জন্য। তিনি শুক্রবার সকালে জেলা প্রশাসন আয়োজিত বিশ্ব বরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজ্ঞানীর জন্মস্থান পাইকগাছার রাড়–লীতে আয়োজিত জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞানীর নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, বসতবাড়ীকে পর্যটন কেন্দ্র ঘোষণা, বিজ্ঞানীর সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, পাঠ্যপুস্তকে বিজ্ঞানীর জীবনী সম্পর্কিত অধ্যায় অন্তর্ভূক্ত, জাদুঘর ও সংগ্রহশালা স্থাপন সহ বিভিন্ন দাবী করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আছাদুজ্জামান আসাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, গোপাল চন্দ্র ঘোষ, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, সাবেক ইউপি চেয়ারম্যান মুনছুর আলী বিশ্বাস, আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক গৌতম মন্ডল, দিপংকর কুমার দত্ত, আনোয়ার ইকবাল মন্টু, আরশাদ আলী বিশ্বাস, ডাঃ শংকর দেবনাথ, আব্দুল হাকিম গোলদার, আনন্দ মোহন বিশ্বাস, শিক্ষার্থী প্রান্ত দাশ, লাবিবা হাসনাত ও মনিরা ফারজানা। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করার মাধ্যমে শ্রদ্ধা জানান। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক