পাইকগাছায় ফসলের পোকা মাকড়ের উপস্থিতি সনাক্তকরণ ও ব্যবস্থাপনায় আলোক ফাঁদ

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯ | আপডেট: ৯:৩২:অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় ফসলের পোকা মাকড়ের উপস্থিতি সনাক্তকরণ ও ব্যবস্থাপনায় আলোক ফাঁদ স্থাপন কার্যক্রম জনপ্রিয় হয়ে উঠেছে। নিরাপদ ফসল উৎপাদন, পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে ফসল উৎপাদন, উপকারী পোকা সংরক্ষণ, এলোপতাড়ি কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ, ক্ষতিকর পোকার উপস্থিতি সনাক্তকরণ সহ নানা কারণে ফসলের ক্ষেতে আলোক ফাঁদ স্থাপন কার্যক্রম জনপ্রিয় হয়ে উঠেছে। ইতোমধ্যে উপজেলার হরিঢালী, কপিলমুনি, লতা, দেলুটী, সোলাদানা, লস্কর, গদাইপুর, রাড়–লী, চাঁদখালী ও গড়ইখালী সহ সব ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্বাবধায়নে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। কৃষকরা এ ধরণের কার্যক্রমে ঝুঁকে পড়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার ৯নং ওয়ার্ডের শিববাটী মৌজায় অজিত কুমার মন্ডল, সোলাইমান সরদার, শামছুর রহমান ও লিটন সরদার সহ বিভিন্ন কৃষকের আমন ফসলের ক্ষেতে আলোক ফাঁদ স্থাপন করা হয়। আলোক ফাঁদ কার্যক্রম পরিচালনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অজিত কুমার মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়, ডল্টন রায়, দিবাকর সরকার, এনামুল হক, কৃষক শ্যামপদ মন্ডল, শেখ আব্দুল হান্নান, আব্দুল কুদ্দুস সানা, বোধাতীর্থ মন্ডল ও আব্দুল আজিজ। কৃষি কর্মকর্তা এএইচএম জাহাঙ্গীর আলম জানান, আলোক ফাঁদে উপকারিতা পোকার মধ্যে ড্যামসেল ফ্লাই ও বোলতা এবং ক্ষতিকর পোকার মধ্যে পাতা মোড়ানো, সবুজ পাতা ফড়িং, গান্ধি ও হোয়াইট ফ্লাই পোকার উপস্থিতি পাওয়া যায়। এর মাধ্যমে উপকার পোকার সংরক্ষণ সহ পোকা দমনে পরিবেশ বান্ধব পদ্ধতি অনুসরণ করে কীটনাশকের অপব্যবহার এবং অপচয় রোধ করা যায়। এ জন্য আলোক ফাঁদ স্থাপন কার্যক্রম কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক