পাইকগাছায় পাউবো’র ঝুকিপূর্ণ বেঁড়িবাঁধ

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯ | আপডেট: ৯:৩১:অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
অম্যাবর্ষার প্রভাবে খুলনার পাইকগাছার লস্কর ইউপি’র আলমতলার নতূন বাজার এলকায় ভাঙন কবলিত পানি উন্নয়ন বোর্ডের বেঁড়ি বাঁধ হুমকির মুখে পড়েছে। আবারোও নতুন করে ভাঙন দেখা দেওয়ায় জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বাঁধ সংস্কারের দাবি করে বলেছেন গত ক’দিনে ভাঙনের আকার বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে সতর্কতা সহ উর্ধতন কর্তপক্ষকে অবহিতের কথা উল্লেখ করে পাউবো’র স্থানীয় শাখা প্রকৌশলী মোঃ ফরিদউদ্দীন জানান, ইতোপুর্বে ভাঙন কবলিত বেঁড়িবাধ সংস্কার সহ বিকল্প বাঁধ দেওয়া হয়েছে। খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু সংশ্লিষ্টদের ক্ষতিগ্রস্ত বাধ মেরামতের নির্দেশনা দিয়ে বলেন, সংশ্লিষ্ট মন্ত্রনালয় শুকনো মৌসুমে ভাঙন কবলিত আলমতলা সহ বিভিন্ন স্থানের ঝুকিপূর্ন বেঁড়িবাধ সংস্কারের উদ্যোগ গ্রহন করেছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক