পাইকগাছায় দুর্যোগ থেকে দক্ষিণ জনপদ রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯ | আপডেট: ৮:৩৭:অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা (খুলনা):
পাইকগাছায় দুর্যোগ থেকে দক্ষিণ জনপদ রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উত্তরণ ও শিবসা যুব পানি কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থা ও সংগঠণের নেতৃবৃন্দ বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের খুলনা জেলার অন্যতম প্রধান সমস্যা জলবদ্ধতা। ২৫-৩০ বছর ধরে জেলার নি¤œ জনপদের প্রায় ১০ লাখ অধিবাসী এ সমস্যা দ্বারা আক্রান্ত। জলাবদ্ধতার পাশাপাশি জলবায়ু পরিবর্তন জনিত জলোচ্ছ্বাস, ঘুর্ণিঝড় ও নদী ভাঙ্গনের মত দুর্যোগ অত্র অঞ্চলে নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

অপরদিকে, শিবসা নদীসহ বিভিন্ন নদ-নদী পলি ভরাটের ফলে পানি নিস্কাশনের ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। সংবাদ সম্মেলনে উপকূলীয় অঞ্চলের সকল বেড়ি বাঁধ দ্রুত টেকসই সংস্কার, সাইক্লোন শেল্টারে নারী ও প্রতিবন্ধীদের জন্য স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন ও সকল নদী অববাহিকায় টিআরএম বাস্তবায়নের দাবী জানান। এ সময় উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস সাক্ষর, শিবসা যুব পানি কমিটির আহবায়ক কানিজ আহম্মেদ বৈশাখী, সংস্থা ও সংগঠণের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক