পাইকগাছায় চিংড়ি ঘেরের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৯ | আপডেট: ৮:৫৬:অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৯

পাইকগাছা(খুলনা) সংবাদদাতা:
পাইকগাছায় চিংড়ি ঘেরের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ দুই জনকে আটক করেছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার লেবুবুনিয়ার চক গ্রামের অনিল কৃষ্ণ মন্ডলের ছেলে মহাদেব চন্দ্র মন্ডল খড়িয়া ঢেমশাখালী মৌজায় ৮ বিঘা পৈত্রিক জমিতে দীর্ঘদিন চিংড়ি চাষ করে আসছে। উক্ত চিংড়ি ঘের নিয়ে একই এলাকার সাত্তার আলী গাজী গংদের সাথে বিরোধ সৃষ্টি হয়েছে। যার জের হিসেবে ঘটনার দিন রোববার ভোর ৬টার দিকে মহাদেবের ছেলে অনিমেশ মন্ডল (৩২) ঘেরের চারো ঝেড়ে বাড়ি আসছিল। পথিমধ্যে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সাত্তার আলী গংরা অনিমেশকে পিটিয়ে জখম করে। পরে অনিমেশের পিতা মহাদেব ছুটে এসে ঠেকাইতে গেলে তাকে মারপিট করে আহত করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অনিমেশের শারিরীক অবস্থা অবনতি হলে তাকে খুলনায় প্রেরণ করা হয়। এ ঘটনায় মহাদেব চন্দ্র মন্ডল বাদি হয়ে থানায় রমজান, হযরত, আলম, সাত্তার, রেজাউল ও ভবতোষ সহ ৬ জনকে আসামী করে থানায় মামলা করে। যার নং- ২৫, তাং- ২১/০৪/১৯ ইং। এ ঘটনায় সাত্তার গাজী ও ছেলে রমজানকে আটক করা হয়েছে বলে ওসি (তদন্ত) রহমত আলী জানিয়েছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা/9:00 পিএম


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক