পাইকগাছায় ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে ৪ শতাধিক নার্সারী বাগানের ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯ | আপডেট: ৭:৪৮:অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
খুলনার পাইকগাছায় অতি সম্প্রতি প্রবল ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে ৪ শতাধিক নার্সারী বাগানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ফলে ব্যাংক ও এনজিও থেকে ঋণ গ্রহণকারী শতাধিক নার্সারী মালিক বেকারত্ব হওয়ার আশংকায় ভুগছে। নতুনভাবে নার্সারী বাগান গড়ে তুলতে মালিক সমিতি সাহায্যের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সরেজমিন ও আবেদনে দেখা যায়, গত ১০ নভেম্বর ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে উপজেলার গদাইপুরের ৪ শতাধিক নার্সারী বাগান ক্ষতিগ্রস্থ হয়েছে। যেখানে রয়েছে কমলা লেবু, লিচু, জাম, জামরুল, আম, কাঁঠাল সহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধী, ফুল ও ফলের চারা। বিশেষ করে নার্সারীতে থাকা হাজার হাজার ছোট ছোট নতুন রেনু ও কলম চারাগুলো নষ্ট হয়ে গেছে। যাতে প্রায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়। এলাকায় ৭০/৮০ বিঘা জমি লীজ নিয়ে বেকার যুবকরা গড়ে তুলেছে ৪শতাধিক নার্সারী বাগান। নার্সারী মালিক সমিতির সভাপতি আক্তারুল ইসলাম জানান, প্রতি বছর পাইকগাছার গদাইপুরের এ সকল নার্সারীর চারা ও কলম দেশের বিভিন্ন স্থানে চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করা হয়। যা চলতি বছর নতুনভাবে চারা ও কলম চাষ না হলে আগামী বছরে এর উপর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে, ব্যাংক ও এনজিও থেকে ক্ষুদ্র ঋণ গ্রহণকারী শতাধিক নার্সারী মালিক ক্ষয়-ক্ষতির কারণে হতাশায় ভুগছে। কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে উপজেলা নার্সারী মালিক সমিতি সরকারী সাহায্যের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক