পাইকগাছায় উত্তরণ সফল প্রকল্পের উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০ | আপডেট: ৯:৪২:অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

নিজস্ব প্রতিবেক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় উত্তরণ সফল প্রকল্পের উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সলিডারিডার্ড নেটওয়ার্ক এশিয়া’র সাসটেইনেবল এগ্রিকালচার ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস সফল-২ প্রকল্পের আওতায় বুধবার দুপুরে সফল প্রকল্প কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন, সফল প্রকল্পের প্রোজেক্ট কর্মকর্তা মনিরুজ্জামান, নাজমুল বাশার, উত্তরণের সেন্টার ইনচার্জ, মাহফুজা সুলতানা, উদ্যোক্তা আজবাহার, হিমাদ্রী, কমলেশ সরদার, নজরুল ইসলাম ও অজিত কুমার মন্ডল।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

অনুষ্ঠানে মাটির পুকুরে বাণিজ্যিকভাবে গলদা রেনু উৎপাদন, সফল ব্যবসা কেন্দ্র, সফল চিংড়ি সেবা চাষী কেন্দ্র, সফল চিংড়ি সংগ্রহ কেন্দ্রের উদ্যোক্তাদের মাঝে পানির পাম্প, হ্যান্ড মাইক, বাসকেট, পিএইচ মিটার, রিফ্যাক্টো মিটার, প্রবায়োটিক্স, অক্সিজেন ট্যাবলেট, ডিজিটাল পরিমাপ যন্ত্র সহ সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ৬১ ধরণের উপকরণ ও কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়।

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক