পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯ | আপডেট: ১০:১৭:অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” “আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডঃ শেখ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক প্রাক্তন সহকারী অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রভাষক ময়নুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। কর্মসূচির শুরুতেই অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক