পাইকগাছায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে ভূমিহীন পরিবারের সম্পত্তিতে ক্লাব নির্মাণের অভিযোগ

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জুন ১০, ২০১৯ | আপডেট: ৯:১৭:অপরাহ্ণ, জুন ১০, ২০১৯

পাইকগাছা(খুলনা) সংবাদদাতা:
পাইকগাছায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে ভূমিহীন পরিবারের বন্দোবস্তপ্রাপ্ত জমি জবর দখল করে ক্লাব নির্মাণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভূমিহীন পরিবার।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের আব্বাস মোড়লের ছেলে খালেক মোড়ল ও তার স্ত্রী লাইলী বেগম ০১/১১/১৯৯২ তারিখে ২৫৮/৯২-৯৩ নং বন্দোবস্ত কেসের মাধ্যমে ৪৮৮৪ নং দলিলে শ্রীকন্ঠপুর মৌজায় ১.০০ একর খাস জমি বন্দোবস্ত প্রাপ্ত হন। বন্দোবস্ত প্রাপ্ত জমিতে বসত বাড়ী নির্মাণ করে খালেক ও তার পরিবার ২৭ বছর ধরে ভোগ দখলে আছে।  এদিকে, এলাকার একটি প্রভাবশালীমহল উক্ত নালিশী সম্পত্তির উপর ক্লাব ঘর নির্মাণ করার পায়তারা শুরু করলে খালেক মোড়ল বাদী হয়ে প্রতিপক্ষ একই এলাকার মৃত গফুর গাজীর ছেলে কামাল গাজী, মানিক গাজীর ছেলে সাইফুল গাজী, মৃত আরিজ মোড়লের ছেলে কাইয়ুম মোড়ল, মৃত মানু মোড়লের ছেলে ময়নুদ্দীন মোড়ল, মৃত ছদন গাজীর ছেলে কামরুল গাজীসহ ৭জনকে বিবাদী করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ ধারা মামলা করেন। মামলায় বিজ্ঞ আদালত নালিশী সম্পত্তিতে শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য শুনানী না হওয়া পর্যন্ত দ্বিতীয়পক্ষ বিবাদীদ্বয়কে নালিশী সম্পত্তিতে প্রবেশে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রদান করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দেন। এছাড়া খালেক মোড়ল স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বরাবর প্রতিপক্ষদের বিরুদ্ধে অপর আরেকটি অভিযোগ করেন। সংসদ সদস্য বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের উপর ন্যস্ত করেন। খালেক মোড়ল অভিযোগ করেন, প্রতিপক্ষরা আদালতের এ নির্দেশনা উপেক্ষা করে আমার ভোগ দখলে থাকা সম্পত্তির পশ্চিম পাশ থেকে প্রায় ২০ শতক জমি জবর দখল করে ক্লাব ঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। ইতোমধ্যে তারা নালিশী জমি থেকে অসংখ্য গাছ কেটে নিয়েছে, পুকুর ভরাট করেছে, বাথরুম ভেঙ্গে দিয়েছে, প্রতিবেশীদের পানি সরবরাহের পথ বন্ধ করে দিয়েছে। বিষয়টি থানাপুলিশকে অবহিত করলে পুলিশ আসলে তারা কাজ বন্ধ করে দেয়। আবার পুলিশ চলে গেলে কাজ শুরু করে। আমরা নিষেধ করলে তারা আমাদের বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বিষয়টি নিয়ে দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ করে আসছে। শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য থানাপুলিশের পক্ষ থেকে উভয়পক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে। বন্দোবস্তপ্রাপ্ত সম্পত্তির উপর জোরপূর্বক ক্লাব ঘর নির্মাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী ভূমিহীন পরিবার।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক