পাইকগাছায় আইনজীবী ভবনে আসামীদের উপর হামলার ঘটনায় ২ ছাত্রলীগ নেতা আটক

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৯ | আপডেট: ১২:১৬:পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৯

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
পাইকগাছায় আদালত সংলগ্ন আইনজীবী মিলনায়তনে জামিন প্রাপ্ত আসামীদের উপর হামলার ঘটনায় পুলিশ ২ ছাত্রলীগ নেতাকে আটক করেছে। আটক ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও রাসেল একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, উপজেলার লতা ইউনিয়নের ইউপি সদস্য বিশ্বজিৎ শীল তাকে মারপিট করার ঘটনায় গত ৩ আগস্ট থানায় মামলা করে। এ মামলার আসামীরা সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের জামিন মঞ্জুর করেন। এদিকে ইউপি সদস্য বিশ্বজিৎ শীলের পক্ষে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি সহ বেশ কয়েকজন নেতাকর্মী জামিন প্রাপ্ত আসামীদের উপর হামলার পরিকল্পনা করে আদালত এলাকায় অবস্থান নেয়। বিষয়টি জানতে পেরে আসামীরা নিজেদের রক্ষা করতে আইনজীবী ভবনে গিয়ে আশ্রয় নেয়। এ সময় রনি’র নেতৃত্বে নেতাকর্মীরা আইনজীবী ভবনে ঢুকে আসামীদের উপর হামলা চালিয়ে বেধরক মারপিট শুরু করে। এ সময় আদালতের নিরাপত্তায় থানা পুলিশ ও অন্যান্য আইনজীবীরা তাদেরকে নিবৃত করার চেষ্টা করে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে পুলিশ রনি ও রাসেলকে আটক করে থানায় সোপর্দ করে। পরে বিষয়টি মিমাংশা করার চেষ্টা করেন অনেকেই। এ ব্যাপারে আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ অজিত কুমার মন্ডল বলেন, বিষয়টি নিয়ে মঙ্গলবার আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির জরুরী বৈঠক করা হয়। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয় বলে হামলার শিকার মকবুল হোসেন জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসি এমদাদুল হক শেখ জানান, আইনজীবীদের মতামত ও সিদ্ধান্তের ওপর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক