পাইকগাছায় অসময়ের বৃষ্টিপাতে জনজীবনে দুর্ভোগ

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০ | আপডেট: ৯:১১:অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় দিনভর বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ইট ভাটায়, ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবন যাত্রা, দুর্ভোগে পড়েছেন কর্মজীবি নিম্ন আয়ের মানুষ। শুক্রবার দিনভর বৃষ্টিপাতের কারণে এ দুর্ভোগের সৃষ্টি হয়। উল্লেখ্য, তীব্র শীতের পর গত কয়েকদিন শীতের তীব্রতা কমে যাওয়ায় সাধারণ মানুষ অনেকটাই স্বস্তিতে ছিল। হঠাৎ শুক্রবার ভোর থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। এরপর দিনভর থেমে থেমে কখনও গুড়ি গুড়ি, কখনও মাঝারী বৃষ্টিপাত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সবচেয়ে বিপাকে পড়েন কর্মজীবি নিম্ন আয়ের মানুষ। বান্দিকাটি গ্রামের দিনমজুর ইউনুস আলী গোলদার জানান, দিনভর বৃষ্টিপাতের কারণে কাজে বের হতে পারেনি। সড়কের বিভিন্ন স্থানে পানি জমে চলাচলও বিঘিœত হয়। কপিলমুনি বাজারের ব্যবসায়ী শফিউল ইসলাম জানান, বাণিজ্যিক শহর কপিলমুনির প্রধান সড়কে কোথাও কোথাও হাটু পানি জমে যায়। ফলে চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। হঠাৎ বৃষ্টিপাতের কারণে বিভিন্ন ইট ভাটার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে অনেকেই জানিয়েছেন। ভাটা মালিক সমীরণ সাধু জানান, এখন ইট ভাটার ভরা মৌসুম চলছে। চাতালে বিপুল পরিমাণ বিছানো থাকে। হঠাৎ বৃষ্টিপাতের কারণে কাচা ইট নষ্ট হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

শীতের মধ্যে অসময়ের এ বৃষ্টিতে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হয় বলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু জানিয়েছেন।

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক