পাইকগাছার লতায় প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৯ | আপডেট: ১০:১৮:পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:
পাইকগাছার লতায় মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার সকালে লতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, লতা ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল, উপজেলা ভূমি কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্যানেল চেয়ারম্যান আব্দুল বারী। প্রকল্প সমন্বয়কারী জোসেফ মন্ডলের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য কৃষ্ণ রায়, আলমগীর খলিফা, আজিজুল বিশ্বাস, বিশ্বজিত শীল, মীর ইব্রাহিম খলিল, সুষমা রায়, কাদম্বিনী মন্ডল, মিহির কান্তি সরকার, সুকলা মল্লিক, হিমাঙ্গিনী সরকার, আহলাদ মল্লিক, কালিপদ মন্ডল, শওকত হাওলাদার, প্রীতিলতা সরকার ও প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ। কর্মশালায় প্রকল্পের নির্ধারিত কার্যক্রমের পাশাপাশি সুপেয় পানির সংকট নিরসনের বিষয়টি অন্তর্ভূক্ত করার জন্য দাবী জানান পরিষদের নেতৃবৃন্দ।

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক