পাইকগাছার কাটাখালী খাল (বদ্ধ) জলমহলের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : আহত – ৩

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মে ২৯, ২০১৯ | আপডেট: ৩:৫৪:অপরাহ্ণ, মে ২৯, ২০১৯

হাইকোর্টের নির্দেশ উপেক্ষিত

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:
খুলনার পাইকগাছার কাটাখালী খাল (বদ্ধ) জলমহলের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সৃষ্ট সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলাধীন চাঁদখালী ইউনিয়নের কাটাখালী নামক স্থানে ২৭.৬৩ একরের কাটাখালী খাল (বদ্ধ) জলামহালটি অবস্থিত। যা সরকারি ডাকের মাধ্যমে বাংলা ১৪২৬ থেকে ১৪২৮ সাল পর্যন্ত ৩ বছর মেয়াদে ১ লাখ ২০ হাজার টাকায় দেবদুয়ার কৃষ্ণনগর সাহাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডকে বরাদ্দ দেয়া হয়। জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে দখল হস্তান্তরের জন্য সংশ্লিষ্টদের চিঠি দিয়ে অবহিত করা হয় বলে জানা গেছে। অন্য দিকে, স্থানীয় বন্দোবস্ত গ্রহিতাদের পক্ষে অহেদুজ্জামান মহামান্য হাইকোর্টে ৪৮৪৪/১৯ নং মামলা করলে আদালত ৬ মাসের জন্য স্থগিতাদেশ দেন। এদিকে, অভিযোগ উঠেছে, হাইকোর্টের এ নির্দেশ উপেক্ষা করে ২৬ মে সকালে কৃষ্ণনগর সাহাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি ইন্দ্রজিত রায় ও সাবেক সেনা সদস্য জি এম আব্দুর রবের নেতৃত্বে অর্ধশত মানুষ জলমহলে বাসা বেঁধে দখল নেয়ার চেষ্টা করে। এ সময় উভয়পক্ষের সঙ্গে সংঘর্ষ বাঁধলে ইন্দ্রজিত রায়, সাব্বির হোসেন ও রেজাউল করিম আহত হয়। এক পর্যায়ে এসআই মান্নান ফকির আহতদের মধ্যে ইন্দ্রজিতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ঘটনায় ইন্দ্রজিত রায় বাদী হয়ে প্রতিপক্ষ সিরাজুল ইসলাম সহ ১৬ জনের উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে। যার নং- ২৫। অপরদিকে, পৈত্রিক ও স্বত্ব ভোগ দখলীয় সম্পত্তি জবর দখল চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ এনে কাওয়ালী গ্রামের আব্দুল মালেক সরদারের ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে সাবেক সেনা সদস্য জি এম আব্দুর রব সহ ২০/২৫ জনের নামে থানায় পৃথক মামলা করেছেন। যার নং- ২৬। ওসি এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় থানায় দু’পক্ষের নামে পৃথক দুটি মামলা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক