পঞ্চগড়ের জেলা প্রশাসকের জন্মস্থান পাইকগাছার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯ | আপডেট: ৮:১৪:অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

আমিনুল ইসলাম বজলু, পাইকগাছা(খুলনা):
পঞ্চগড়ের জেলা প্রশাসক ও পাইকগাছার শহীদ মুক্তিযোদ্ধা কন্যা সাবিনা ইয়াসমিন মালা জন্মস্থান পাইকগাছার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

তিনি শনিবার সকালে উপজেলা পরিষদের নবনির্মিত বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চ ও শিশু পার্ক পরিদর্শন করেন। এরপর তিনি উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী ও ইউএনও জুলিয়া সুকায়নার সাথে মতবিনিময় করেন।


দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু মঞ্চ ও শিশু পার্ক নির্মাণ করায় তিনি ইউএনও জুলিয়া সুকায়নার ভূয়সী প্রশংসা করেন। পরে তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন। সবশেষে তিনি পাইকগাছা সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।


এ সময় সফরসঙ্গী হিসেবে তার সাথে ছিলেন, তথ্য মন্ত্রণালয়ের প্রাক্তন অতিরিক্ত সচিব আজহারুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার ও খালেকুজ্জামান, মুক্তিযোদ্ধা রনজিত সরকার।

 

 

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক