ত্রয়োদশ জেলা রোভার মুট-এ পাইকগাছা সরকারি কলেজ রোভার স্কাউটের সাফল্য

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০ | আপডেট: ৯:১৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
ত্রয়োদশ খুলনা জেলা রোভার মুট-এ সাফল্যের সহিত কৃতিত্ব অর্জন করেছেন পাইকগাছা সরকারি কলেজ রোভার স্কাউট ও গার্ল ইন রোভার দল। গত ৭-১১ ফেব্রুয়ারি খুলনার বঙ্গবন্ধু সরকারি কলেজে ত্রয়োদশ খুলনা জেলা রোভার মুট অনুষ্ঠিত হয়। ৫দিন ব্যাপী রোভার মুট-এর বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাবু জলসায় পাইকগাছা সরকারি কলেজের গার্ল ইন রোভার প্রথম ও রোভার দল দ্বিতীয় স্থান সংগ্রহ প্রদর্শনীতেও গার্ল ইন রোভার প্রথম এবং রোভার দল দ্বিতীয় ও তাবু বাড়ী সাজানো প্রতিযোগিতায় গার্ল ইন রোভার তৃতীয় স্থান অধিকার করে। সাফল্যের সহিত কৃতিত্ব অর্জন করায় রোভার দলের সদস্যরা বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সাথে সৌজন্য সাক্ষাত করে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এ সময় কৃতিত্ব অর্জন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রভাষক মোমিন উদ্দীন।

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক