তালা উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের শিক্ষক সমাবেশ

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯ | আপডেট: ১০:১৬:অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিজস্ব প্রতিনিধি, তালা:
তালা উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শিক্ষক সমাবেশ রবিবার সকাল ১০ টায় শিশুতীর্থ স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক আলহাজ্জ্ব মোহাম্মদ নূও ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী শিমুল বিল্লাল বাপ্পির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা বিভাগীয় শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তালা উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান,সহকারী শিক্ষা কর্মকর্তা মো: মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবিনা ইয়াসমিন,মো: কামরুজ্জামান ও দিলীপ কুমার ভট্টাচার্য। এয়াড়া প্রতিষ্ঠান প্রধান হিসেবে বক্তব্য রাখেন,আশকর আলী গাজী,আলহাজ্জ্ব আঃ হালিম,মোঃ হাফিজুর রহমান,নিমাই কৃষ্ণ দে,সাইফুল ইসলাম,সাংবাদিক হামিদুল ইসলাম,আহসান হাবিব ও অনিমেষ।
প্রসঙ্গত,তালা উপজেলার ২১ টি স্কুল থেকে দু’শতাধিক শিক্ষক-শিক্ষিকা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক অর্থাৎ আগামী ২০৩০ সালের মধ্যে এস.ডি.জি গোল্ড বাস্তবায়ন করার জন্য জাতিসংঘের কাছে অঙ্গীকারাবদ্ধ। আগামীতে কিন্ডার গার্টেন স্কুল সমূহকে সরকার বেতনের আওতায় আনবে।

 

 

সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক