তালা উপজেলা আ’লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯ | আপডেট: ৯:১০:অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

ডেক্সে রিপোর্ট:
যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পাটকেলঘাটায় তালা উপজেলা আওয়ামীলীগ ও সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পৃথক পৃথকভাবে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এছাড়া থানার সকল ইউনিয়ন থেকেও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকালে সকল সরকারি-বেসরকারি, স্বায়ীত্বশাসিত প্রতিষ্ঠান ও দোকানপাট গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় পাটকেলঘাটা আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে, অপরদিকে আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রী কলেজ, কুমিরা মাধ্যমিক বিদ্যালয়, কুমিরা পাইলট বালিকা বিদ্যালয়, পাটকেলঘাটা সোনামণি কিন্ডার গার্টেন, পাটকেলঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইসলামকাটি বালিকা বিদ্যালয়, খলিষখালী মাধ্যমিক বিদ্যালয় পৃথক পৃথক আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।


এদিকে বিকাল সাড়ে ৩টায় তালা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সহ-সভাপতি ও বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক শিক্ষক শেখ আব্দুল হাই এর সভাপতিত্বে, সদস্য সচিব ও সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য সাংবাদিক মাহফুজুর রহমান মধুর পরিচালনায় র‌্যালী, আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধু, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য তালা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পরিষদের ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফার রহমান, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, নগরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তারুল আলম, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, তালা উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শেখ মঞ্জুরুল ইসলাম, কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, খলিষখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমীর কুমার দাশ, আওয়ামীলীগ নেতা স্বজল নন্দী, সরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মতিয়ার রহমান, তালা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমন, ৩নং সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মুনমুন, তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক ইয়াসিন সরদার, সাবেক যুবলীগ নেতা সাইফুল ইসলাম সহ নেতৃবৃন্দ। আলোচনা সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আনছার আলী, গীতা পাঠ করেন ইন্দ্রজিত মন্ডল।

অপর দিকে সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে কপোতাক্ষ নীলিমা ইকো পার্কে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যড. শেখ আব্দুস সামাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি উপধ্যক্ষ সম আতিয়ার রহমান, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেম, প্রধান শিক্ষক বাবলুর রহমান, এ্যড. কার্ত্তিক চন্দ্র দাস, অধ্যাপক সুব্রত দাশ, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুব হোসেন মিন্টু, ছাত্রনেতা শেখ জহুরুল হক, তালা উপজেলা জাসদের সহ-সভাপতি জাকির হোসেন, হোসনেয়ারা খানম, তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ার হোসেন, আসাদুজ্জামান মিন্টু, আশিকুর রহমান প্রমূখ। সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া থানার কুমিরা, খলিষখালী, নগরঘাটা, ধানদিয়া ও সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে।

 

 

 

 

সুন্দরবনটাইমস.কম/মু:র:/আ:র:/কি:কু/ডেক্স



আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক