তালায় সর্বপ্রথম একদিনে ৭জনের করোনা সানাক্ত: মোট আক্রান্ত পুরুষ ৩৪, মহিলা ৯

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০ | আপডেট: ৩:৩৮:অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০
তালা উপজেলায় একদিনে নতুন করে ৭জনের শরীরের করোনা ভাইরাস পাওয়া গেছে। শুক্রবার (১০জুলাই) সকালে তালা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৩।
 
এর মধ্যে পুরুষের সংখ্যা ৩৪, মহিলা ৯ মোট সুস্থ হয়েছে ৫জন। এ পর্যান্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১জনের। নতুন সনাক্তরা হল: তালা বাজার এলাকার মমতাজ খাতুন(২৬),  জাতপুর গ্রামের  জিয়ারুল ইসলাম (৩৪) ও শেখ আজিজুর রহমান(৪২),  চর কানাইদিয়া গ্রামের আজিজুর রহমান(৪৫), খলিলনগরের গঙ্গারামপুরের আভারানী দেবনাথ(৫৪), পাটকেলঘাটা থানার  ধানদিয়া ইউনিয়নের  সেনেরগাতি গ্রামের  আব্দুর রশিদ ও পাঁচপাড়ার খায়রুল ইসলাম।
 
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের আরএমও ফারিয়া ফেরদৌস জানান, আজ সকালে  তাদের রেজাল্ট পজেটিভ আসার কারনে আক্রান্তদের বাড়ি লকডাউন করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আক্রান্তদের সচেতন থেকে  স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। 
 
রিপোট লেখা পর্যান্ত তালা ও পাটকেলঘাটা থানা প্রশাসন  আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রস্তুতি গ্রহন করছিল।  

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স