তালায় মৎস্য অফিসের অভিযানে জাটকা জব্দ

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০ | আপডেট: ১০:০০:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০

এম,এ,মান্নান, তালা(সাতক্ষীরা):
তালা উপশহরের কপোতাক্ষ ব্রীজ সংলগ্ন মাছ বাজার থেকে বিক্রয় নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিক্রয়কালে তালা উপজেলা মৎস্য অফিসের বিশেষ অভিযানে উক্ত জাটকা জব্দ করা হয়। উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রফিজ উদ্দীন ও অফিস সহকারী মো. আকছেদ আলী মোল্যা উক্ত অভিযান পরিচালনা করেন। এসময় তালা থানার এস.আই. মো. আলমগীর হোসেন অভিযানে অংশনেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ক্ষেত্র সহকারী রফিজ উদ্দীন জানান, উপজেলা মৎস্য অফিসারের নির্দেশনায় শুক্রবার বিকাল থেকে তালা বাজার এবং কপোতাক্ষ ব্রীজ মোড় বাজারে জাটকা বিরোধী অভিযান চালানো হয়। এসময় ব্রীজ মোড়ের মাছ ব্যবসায়ী তালার জেয়ালানলতা গ্রামের মৃত. করিম বক্স নিকারির ছেলে আবদার নিকারীর দোকানে বিক্রয়কালে ৩কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক