তালায় মরহুম ড.এম মতিউর রহমান স্মরনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মে ২৫, ২০১৯ | আপডেট: ৬:৩৫:অপরাহ্ণ, মে ২৫, ২০১৯

তালা (সাতক্ষীরা)সংবাদদাতা:
বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের সাবেক পরিচালক বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মরহুম ড.এম মতিউর রহমানের স্মরনে দোয়া ও ইফতার মাহফিল ২৪মে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের নিজস্ব বাসভবন সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা রহমান লজ প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত খাদ্য ও পুষ্টি বিভাগের সহোযোগী অধ্যাপক জনাব শাহীনুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন,পাটকেলঘাটা (বলফিল্ড) প্রধান ঈদের জামায়াত এন্তেজামিয়া কমিটির নব নির্বাচিত সভাপতি জনাব আব্দুল লতিফ,কোষাধ্যক্ষ জনাব ফরিদ হোসেন ও মরহুমের ছেলে জনাব মোখলেছুর রহমান মুকুল। দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন পাটকেলঘাটা আল আমিন মাদরাসার শিক্ষক মাওঃ রেজাউল করীম।
উল্লেখ্য-তিনি ২০১৮ সালের ২৯ আগষ্ট স্ট্রোক জনিত কারণে ৮৭ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি পাটকেলঘাটা সোনামনি কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং পাটকেলঘাটা (বলফিল্ড) প্রধান ঈদের জামায়াত এন্তেজামিয়া কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া তিনি ক্ষুদে বিজ্ঞানী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. ওয়াজেদ আলী মিয়ার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি লন্ডনের দারহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করে বাংলাদেশ আনবিক শক্তি কমিশনে চাকুরিতে যোগদান করেন। চাকুরি কালে তিনি বিশ্বের ৪৫টি দেশ ভ্রমণ করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক