তালায় বাল্য বিয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতে বরের জরিমানা

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০ | আপডেট: ৯:১২:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক, তালা(সাতক্ষীরা):
সাতক্ষীরার তালায় অপ্রাপ্ত মেয়েকে বিবাহ করার অপরাধে হিরো মোড়ল (২১) নামের এক যুবককে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন এ আদেশ দেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জানা যায়,তালা সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামে মিজানুর রহমান মোড়লের মেয়ে (১৭) সাথে আটারই গ্রামের মৃত মিজানুর রহমান মোড়লের ছেলে হিরো মোড়লের সাথে বিবাহ শেষে কন্যার বাবার বাড়িতে বুধবার দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করে। খবর পেয়ে তালা থানা পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ ইকবাল হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে ছেলে হিরো মোড়লকে অপ্রাপ্ত মেয়ে বিবাহ নিরোধ আইনে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বিষীট নিশ্চিত করেছেন।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক