সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত থেকে পৌনে ১২ কেজি ভারতীয় রূপা জব্দ

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০ | আপডেট: ৯:১৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত থেকে ১১ কেজি ৭৫০ গ্রাম ভারতীয় রূপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে উক্ত রুপা জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। জব্দকৃত রুপার বাজার মূল্য ৭ লাখ ৯১ হাজার ৭৬৫ টাকা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বিজিবি জানায়, সদর উপজেলার কালিয়ানী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে রুপার একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার শরিফুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল সেখানে অভিযান চালায়। এ সময় কালিয়ানী মাঠ নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ কেজি ৭৫০ গ্রাম ভারতীয় রূপা জব্দ করা হয়।

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার নিশ্চিত করে জানান, জব্দকৃত রূপার আনুমানিক মূল্য ৭ লাখ ৯১ হাজার ৭৬৫ টাকা। তিনি আরো জানান, জব্দকৃত রুপা গুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক