তালায় পরপর তিনদিনে পানিতে ডুবে ৩টি শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯ | আপডেট: ১০:১১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৯

এম এ মান্নান, তালা:
তালায় পানিতে ডুবে আবারও এক ফুটফুটে শিশুর করুন মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জেয়ালা নলতা গ্রামে ঘটনাটি ঘটে। মারা যাওয়া শিশুর নাম আল মামুন (২)। শিশুটি ওই গ্রামের ফারুক নিকারীর একমাত্র ছেলে। এই নিয়ে পরপর তিন দিনে তালা উপজেলায় ৩টি শিশুর পানিতে ডুবে করুন মৃত্যুর ঘটনা ঘটলো।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জানা গেছে, সোমবার বিকালে শিশু আল মামুন বাড়ির পাশে খেলা করতে যেয়ে নিখোজ হয়। পরিবারের লোক তাকে খুজতে থাকার এক পর্যায়ে পাশ^বর্তী মোকছেদ নিকারীর একটি ডোবার পানি থেকে ভাসমান অবস্থায় শিশু আল মামুনকে উদ্ধার করা হয়। সাড়ে সাড়ে ৬টার দিকে শিশুকে তালা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব সরদার শিশু আল মামুনকে মৃত ঘোষনা করেন। হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায় বলে ডা. রাজিব সরদার জানান। ফুটফুটে শিশু আল মামুন এর করুন মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করে।

উল্লেখ্য, পানিতে ডুবে গত শনিবার দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের কুলপোতা গ্রামে প্রত্যয় মন্ডল নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়। পরদিন রোববার একই উপজেলার নগরঘাটা ইউনিয়নের মঠবাড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে রুমি (৩) নামের অপর এক শিশুর মৃত্যু হয়। এই নিয়ে তালা উপজেলায় পরপর তিন দিনে ৩ টি ফুটফুটে শিশুর করুন মৃত্যু হলো।

 

 

সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক