তালায় দুই ভুয়া ডাক্তারকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০ | আপডেট: ৯:১৫:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০

নিজস্ব প্রতিবেদক, তালা(সাতক্ষীরা):
সাতক্ষীরার তালায় সরকারী ভ্যাকসিনের নামে গবাদিপশুকে ভূয়া ভ্যাকসিন প্রয়োগ করে অর্থ আদায়, ভেটেরিনারী সনদপত্র না থাকা সত্ত্বেও পশুচিকিৎসক পরিচয়ে গবাদিপশুর ভুল চিকিৎসা ও নিজেকে ভেটেরিনারী ডাক্তার পরিচয় দেয়ার অপরাধে দুই সহোদরকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো তালা উপজেলার সাতপাকিয়া গ্রামের শফিকুল ইসলাম সরদারের পুত্র মেহেবুল ইসলাম প্রিন্স ও তার ভাই মোঃ রাসেল সরদার। এর মধ্যে মেহেবুল ইসলাম প্রিন্স বর্তমানে যুগিপুকুরিয়া গ্রামে বসবাস করে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন তার অফিস কার্যালয়ে এ রায় প্রদান করেন। এ সময় বাংলাদেশ ভেটেরিনারী কাউন্সিল আইন-২০১৯ এর আওতায় তাদের প্রত্যেককেই ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিষয়টি নিশ্চিত করেছেন।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক