তালায় তুলা চাষের মাঠ দিবস পালিত

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯ | আপডেট: ৬:১৭:অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, তালা:
তুলা উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটের অর্থায়নে সাতক্ষীরার তালায় তুলা চাষের কৃষকদের উদ্ধুদ্ধ করার লক্ষ্যে মাঠ দিবস পালিত হয়েছে। চুকনগর ইউনিট ও তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে তালার ডাঙ্গানলতা গ্রামে মাঠ দিবস পালিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ড যশোর জনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ কুতুব উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন কর্মকর্তা এস এম জাকির বিন আলম,চুকনগর ইউনিটের কটন ইউনিট কর্মকর্তা হুমায়ুন কবীর ও মোঃ রফিকুল ইসলাম,তালা প্রেস ক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার প্রমুখ। মাঠ দিবসে ৪০ জন কৃষক অংশগ্রহন করেন। পরে তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তুলার ক্ষেত পরিদর্শন করেন। এসময় চাষীরা তুলার দাম যেন সর্বনিন্ম তিন হাজার টাকা করে মন হয় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করেছেন। মাঠ দিবসে বক্তরা বলেন,অধিক ফলনের জন্য বিঘাপ্রতি (৩৩ শতাংশ) জমিতে গাছের সংখ্যা ৩৫০০-৪০০০ পর্যন্ত রাখতে হবে। জমিতে ছত্রানাশক স্প্রে করার মরামর্শ দেন। ২০১৯-২০২০ অর্থ বছরে চুকনগর ইউনিটে তুলা চাষ হয়েছে ৬০ হেক্টর জমিতে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক