তালায় কপোতাক্ষ অববাহিকা পানি কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯ | আপডেট: ৬:১৩:অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, তালা:
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টায় তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যািলয়ে কপোতাক্ষ অববাহিকা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কপোতাক্ষ অববাহিকা পানি কমিটির সভাপতি মোঃ ময়নুল ইসলাম। কেন্দ্রীয় পানি কমিটির সদস্য অধ্যাপক হাসেম আলী ফকিরের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কপোতাক্ষ অববাহিকা কমিটির সদস্য তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, মোঃ রফিকুল ইসলাম, অধ্যাপক রেজাউল করিম, মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দার, মীর জিল্লুর রহমান, শেখ আব্দুল হান্নান, গাজী জাহিদুর রহমান, মোঃ সফিকুল ইসলাম, মোস্তারী সুলতানা পুতুল, জেবুন্নেছা খানম, নন্দী দিপঙ্কর, অজিত সরকার প্রমুখ। সভা শুরুতে কপোতাক্ষ রিভার বেসিন কমিটির সভাপতি ময়নুল ইসলাম কপোতাক্ষ নদের ক্রসড্যাম স্থাপন সম্পর্কিতসহ পানি কমিটির কার্যক্রম মূল্যায়ন বিষয় আলোচনায় তুলে ধরেন। কেন্দ্রীয় পানি কমিটির সদস্য অধ্যাপক হাসম আলী ফকির কপোতাক্ষ নদীতে চলমান পলির অবক্ষেপন তুলে ধরে করণীয় নির্ধারণ ও কপোতাক্ষ নদের ক্রসড্যাম স্থাপনে নির্দিষ্ট সময়মতো বাস্তবায়নের বিষয়টি উত্থাপনের মাধ্যমে নদী রক্ষায় কপোতাক্ষ অববাহিকার পানি কমিটির সদস্যদের সবসময় সজাগ থাকতে হবে বলে সতর্ক করেন। তাছাড়া সভায়ে কপোতাক্ষ নদের পুনর্জীবন রক্ষার্থে সরকারের ২য় ফেইজের প্রকল্প বাস্তবায়ন জরুরী বলে জানান। এছাড়া সভায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নদী রক্ষায় পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে পানি কমিটির কার্যক্রম মূল্যায়নের গুরুত্ব তুলে ধরা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

 

সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক