তালায় তুলা চাষীদের প্রশিক্ষণ ও মাঠ দিবস

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০ | আপডেট: ৫:৪৬:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০

নিজস্ব প্রতিবেদক, তালা(সাতক্ষীরা):
তালায় সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প ফেজ-১ এর আওতায় তুলা চাষের কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। চুকনগর ইউনিট ও তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের আয়োজনে বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক ও তুলা চাষী মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোডের্র উপ-পরিচালক কৃষিবিদ জাফর আলী।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

চুকনগর ইউনিটের কটন ইউনিট কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ কুতুব উদ্দীন, তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ জাকির বিন আলম, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, তুলাচাষী আব্দুল করিম ফকির প্রমুখ। এ সময় মাঠ দিবসে ৪০ জন ও প্রশিক্ষণে ৩০ জন চাষী মিলে মোট ৭০ জন তুলা চাষী উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক