তালায় ট্রলির ধাক্কায় কৃষক নিহত

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০ | আপডেট: ৫:৫৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক, তালা(সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলা বালিয়া এলাকায় ইট বোঝাই ট্রলি চাপায় গরুসহ গনেশ দাস (৪৮) এক কৃষক নিহত হয়েছে। তিনি তালা উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষ্ণ দাসের ছেলে। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বালিয়া বেইলি ব্রীজের পাশে এই দুর্ঘটনা ঘটে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

তালায় ট্রলির ধাক্কায় কৃষক নিহত

স্থানীয়রা জানায়,গনেশ দাস বাড়ী থেকে গরু নিয়ে বিলে কাজ করতে যাওয়ার সময় তালা উপজেলার বালিয়া বেইলি ব্রীজের পাশে পৌছালে পেছন দিকে থেকে একটি ইট বোঝাই ট্রলির চাপা দেয়। স্থানয়ীরা তাকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সাথে থাকা গরুটিও ঘটনাস্থলে মরা গেছে।


তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেন বিষয়টি নিশ্চিক করে জানানা,নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্ততি চলছে। ইট বোঝাই ট্রলিটি আটক করা হয়েছে।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক