দিল্লিতে মসজিদে আগুন দেয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মিছিল ও মানববন্ধন

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০ | আপডেট: ১১:৪৬:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
নাগরিকত্ব সংশোধনী আইন (সি.এ.এ) নিয়ে ভারতের দিল্লিতে সম্প্রতি মসজিদে আগুন দেয়ার প্রতিবাদে ও সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বাতিলের দাবীতে সাতক্ষীরায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বাসীর ব্যানারে শুক্রবার জুম্মার নামাজ শেষে মুসল্লিরা উক্ত মিছিল ও মানব বন্ধনে অংশ গ্রহন করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শহরের জজকোর্ট সংলগ্ন প্রধান সড়ক থেকে মোদীর কুশপুত্তলিকা নিয়ে মিছিলটি বের হয়ে খুলনা রোড মোড় হয়ে পলাশপোল মোজাহার পেট্রোলপাম্পের সামনে গিয়ে শেষ হয়। পরে জজকোর্ট সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কের ধারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, পলাশপোল এলাকার মুসল্লি মাহমুদুল হক, মাসুম, জিকু , বাবলু হোসেন, ইসমাঈল হোসেন প্রমুখ। পরে সেখানে মোদীর কুশপুত্তলিকা দাহ করে মুসল্লিরা।
মানবন্ধন থেকে বক্তারা নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে ভারতের দিল্লিতে সম্প্রতি মসজিদে আগুন দেয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর বাতিলের জোর দাবী জানান।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক