তালায় কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় কার্গো আটক

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯ | আপডেট: ৭:৩৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, তালা:
সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে কার্গোর মালিককে ১ মাসের সাজা প্রদান করেছেন ভ্র্যাম্যমান আদালত। সোমবার সকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন অভিযান পরিচালনা করেন।
জানাযায়, খুলনার পাইকগাছা উপজেলার লাড়ুলী গ্রামর মোঃ লুৎফুর রহমানের ছেলে মোঃ আতিয়ার রহমান দীর্ঘদিন ধরে কপোতাক্ষ নদী থেকে কার্গো নিয়ে নিয়মিতভাবে বালু উত্তোলন করে আসছিল।
সোমবার সকালে তালা উপজেলার চরকানাইদিয়া কপোতাক্ষ নদী থেকে দু’শ্রমিক নিয়ে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন কার্গো ও কার্গোর মালিক মোঃ আতিয়ার রহমানকে আটক করে। পরে ভ্র্যাম্যমান আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ১৫ (১) ধারার অপরাধে কার্গোর মালিককে এক মাসের সাজা প্রদান করেন ও কার্গো জব্দ করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক