তালায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২ | আপডেট: ৫:৪৩:অপরাহ্ণ, মার্চ ৭, ২০২২
তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ঐতিহাসিক ৭ মার্চ এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তালায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে সোমবার সকালে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
 
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও সাংবাদিক মীর জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ্যা খাঁ বাবলি, মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, তালা থানার এস আই মোঃ আবু কাউছার, উপজেলা জাতীয় পার্টির প্রাক্তন সভাপতি মীর আবুল কালাম আজাদ,  প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, ছাত্রলীগের উপজেলা সভাপতি মিলন কুমার রায় প্রমুখ।
 
এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে নির্মিত অস্থায়ী মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা