তালায় এসডিএ মিশনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরন

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯ | আপডেট: ১০:২৫:অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯

এম,এ,মান্নান, তালা:
তালার নেহালপুর এসডিএ মিশনের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রি বিতরন করা হয়েছে। বুধবার সকালে সংশ্লিষ্ট মিশনে এক অনুষ্ঠানের মাধ্যমে অস্ট্রেলিয়ার শিশুদের পাঠানো উপহার বিসিএসএস সংস্থার মাধ্যমে বিতরন করা হয়। এসময় তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, বিসিএসএস’র স্পন্সরশিপ মাঠ ব্যবস্থাপক রিচার্ড মারান্ডি, এসডিএ মিশনের পালক বাসুদেব অধিকারী, দলিত স্কুল শিক্ষক মাজিদা বেগম সহ উপকারভোগী দরিদ্র শিক্ষার্থী, অভিভাবক এবং মিশনের সাথে সংশ্লিষ্ট শিক্ষকগন উপস্থিত ছিলেন।
রিচার্ড মারান্ডি জানান, অস্ট্রেলিয়ার শিশুদের দেয়া উপহার বিসিএসএস’র মাধ্যমে এদিন তালার নেহালপুর এসডিএ মিশনের ৪৬জন দরিদ্র শিশু সহ বিভিন্ন এলাকার ৫টি মিশনের ২১২ জন দরিদ্র শিশুর মাঝে বিতরন করা হয়। বিতরনকৃত উপহারের মধ্যে ছিল, একটি সুদৃশ্য ছাতা, মশারী এবং মানসম্পন্ন বিস্কুট। উপহার বিতরন করার আগে স্বাস্থ্য, ডেঙ্গু প্রতিরোধ, পরিস্কার-পরিচ্ছন্নতা, উন্নত জীবন যাপন সহ গুরুত্বপূর্ন বিষয়ে শিশুদের সচেতনতা করতে আলোচনা করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক