তালায় ইউএনও’র উপর হামলার ঘটনায় মামলা: আসামী ৯১ জন

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯ | আপডেট: ৬:১০:অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকবাল হোসেনের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখপূর্বক ও অজ্ঞাত ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার রাতে ইউএনও’র গাড়িচালক বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।


তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদী রাসেল বলেন, উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারিকাজে নিয়োজিতদের উপর হামলার ঘটনায় ১১ জনের নাম উল্লেখপূর্বক ও অজ্ঞাত নামা ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের গাড়িচালক রোকনুজ্জামান বাদী মামলাটি দায়ের করেন। তিনি বলেন, মামলায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।


উল্লেখ্য,গত সোমবার দুপুরে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাদরা এলাকায় সরকারি খালের নেটপাটা অপসারনকালে হামলার স্বীকার হন উপজেলা নির্বাহী অফিসার। নেটপাটা অপসারনকালে খালটি নিজেদের বলে দাবি করেন স্থানীয়রা। পরবর্তীতে গ্রামবাসী একত্রে মিলে ইউএনও’র সরকারিকাজে বাঁধা দানসহ সরকারি কাজে নিয়োজিত থাকা ইউএনও’র সঙ্গীদের উপর হামলা করেন।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা



আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক