তালার জাতপুর বাজারে দূর্ধর্ষ চুরি

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০ | আপডেট: ১০:৪০:অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

তালা উপজেলার জাতপুর বাজারে তনুশ্রী বস্ত্রালয় নামের এক কাপড়ের দোকানে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরেরা এ সময় নগত ৫৫ হাজার টাকা সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

দোকানের মালিক শিক্ষক সন্জয় শীল জানান, প্রতিদিনের ন্যায় বেচা- বিক্রি করে গত বুধবার রাত ১০টার দিকে তালা মেরে বাড়িতে চলে যাই এবং বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এসে দেখতে পাই আমার দোকানের সার্টার ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে ক্যাশে থাকা নগত ৫৫ হাজার টাকা, দোকানের টেলিভিশন, ৭-৮গাইড ছাপা শাড়ী, তিন গাইড বোরখা সহ কিছু দামি লুঙ্গি ও শাড়ী নিয়ে গেছে। যার আনুমানিক মুল্য ৪ লক্ষ টাকার বেশী হবে।

 

ঐ সময়ই বাজার কমিটির সভাপতি-সেক্রেটারি কে বিষয়টা অবহিত করলে তারা ঘটনাস্থলে এসে দেখে মালামাল উদ্ধার ও চোর সনাক্তকরণে চেষ্টা চালাচ্ছে বলে জানান।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাবসায়ী জানান, বাজারে ডিউটির লোক থাকা সত্ত্বেও একের পর এক দোকান চুরি হলেও কোন প্রতিকারের ব্যাবস্থা আজও হয়নি। এভাবে চলতে থাকলে ভাল ব্যাবসায়ীরা এ বাজার থেকে ব্যাবসা গুটিয়ে নিবে।

জাতপুর ক্যাম্প ইনচার্জ সরদার মাসুম বিল্লাহ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

এম এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা