জেলা সদর, পাটকেলঘাটা ও তালায় করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০ | আপডেট: ৫:২৬:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে।  সোমবার রাতে ও আজ সকালে তারা তিনজন মারা যান। এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত: ৯২ জন। 

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) সকালে সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মেডিক‌্যাল অফিসার ডা. মানস কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তি হলেন, সতক্ষীরা সদর উপজেলার মোস্তফা মামুনের স্ত্রী আকলিম বেগম, তালা উপজেলার পাটকেলঘাটার কালিপদ সরকারের ছেলে সুমজিত সরকার ও যশোরের ঝিকরগাছা উপজেলার  আব্দুল ওহাব সরদারের ছেলে অজিয়ার রহমান।

 

তিনি আরও জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার  উপসর্গ নিয়ে গত ২৫ আগস্ট দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন পাটকেলঘাটার সুমজিত সরকার ও ৩০ আগস্ট সকালে ভর্তি হন সতক্ষীরা সদর উপজেলার আকলিমা বেগম ও যশোরের ঝিকরগাছা উপজেলার অজিয়ার রহমান । গেলো রাতে একজন ও সকালে দুইজন মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এখনও করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি। 

 

ডা. মানস কুমার মণ্ডল আরও জানান, মৃত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন ও সৎকার করার অনুমতি দেয়া হয়েছে। একই সাথে তাদের বাড়ি লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনের বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স