তালায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৯ | আপডেট: ৭:৩২:অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিজস্ব প্রতিনিধি, তালা:
“মাছ চাষে গড়বো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা তালায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী। সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্ম্মল কুমাল ঘোষ। বক্ত রাখেন সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাস,সফল মৎস্য চাষী সোহেল রানা,জুনায়েত আকবার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল।
আলোচনা শেষে মৎস্য খাতের ৫টি বিভাগের সফলতা অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মৎস্য চাষী, মৎস্য বিক্রেতা, উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।

 

 

সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক