চুকনগরের মামলায় ডে নাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গ্রেফতার

প্রকাশিত: ১:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৯ | আপডেট: ১:২৩:পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর(খুলনা) প্রতিনিধি:
প্রতারণা পূর্বক কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে এজাহারভুক্ত আসামী ডে নাইট পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মুজিবুর রহমানকে চুকনগরের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা এলাকায় তার নিজস্ব বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুন নাহার কুমকুম।
মামলা সূত্রে জানা যায়, ডে নাইট পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি এনজিও সংস্থা ২০০৭সালে প্রতিষ্ঠার পর সারাদেশে মাঠকর্মী নিয়োগের মাধ্যমে প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন মেয়াদে বিনিয়োগ গ্রহন করে আসছিল। কিন্তু গত ২০১৮সালের ১০এপ্রিল এনজিও সংস্থাটি সোনাডাঙ্গা আবাসিক এলাকার অফিসসহ সারাদেশের ১০৫টি শাখা অফিসের মালামাল গুটিয়ে নিয়ে অফিস তালাবদ্ধ করে রাতের আধারে পালিয়ে যায়। এঘটনায় গত ২০১৮সালের ১৭ এপ্রিল উক্ত প্রতিষ্ঠানের চুকনগর শাখার ইনচার্জ মোঃ আব্দুল কুদ্দুস গাজী বাদী হয়ে তিন কর্মকর্তার নাম উল্লেখ করে খুলনার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর আমলী আদালত “খ”অঞ্চলে (সিআর-১৪১/১৮ডুমুরিয়া) একটি মামলা দায়ের করেন। খুলনা অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল মাধ্যমে সরজমিনে তদন্ত পূর্বক আদালত মামলটি আমলে নেয়। এরপর আসামীরা আদালতে হাজির না হলে এ বছরের গত ১৭জুন পুলিশ কমিশনারের মাধ্যমে (যার স্বারক নং-৯৫০)তিন আসামীর নাম উল্লেখ পূর্বক সোনাডাঙ্গ মডেল থানায় একটি ওয়ারেন্ট জারি করেন আদালত। ওয়ারেন্টের পর রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এস আই গোবিন্দর নেতৃত্বে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা এলাকায় নিজস্ব বাসভবন থেকে অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ মুজিবুর রহমান (৪৮)কে গ্রেফতার করা হয়। মামলার ১নং আসামী প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মনিরুজ্জামান ও ৩নং আসামী ট্রেজারার নাসরিন সুলতানা পলাতক রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে খুলনায় আরও ১০টি মামলার ওয়ারেন্ট বিভিন্ন থানায় রয়েছে।

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক